একুশে মিডিয়অ, এম ডি হাফিজুর রহমান (সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি):
রাজগঞ্জে র্যাব ১২ এর বিশেষ অভিযানে সরকারী বিক্রয় নিষিদ্ধ ঔষুধসহ ৩ জন আটক ০৯/১০/১৮ ইং তারিখ মঙ্গলবার অনুমানিক ০৭ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন উল্লাপড়া পশ্চিম পাড়া গ্রামের মোঃ সানোয়ার হোসেন এবং একই থানার শ্যামলী পাড়ার মোঃ আব্দুস কুদ্দুস (২
৬) এর বাড়িতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১। মোঃ শরিফুল ইসলাম (২৮) পিতা- মোঃ সানোয়ার হোসেন সাং -উল্লাপাড়া পশ্চিম পাড়া ও ২। মোঃ আব্দুল কুদ্দুস (২৬) পিতা- মৃত মোঃ আবুল প্রমানিক সাং-শ্যামলীপাড়া ৩। আবু সামা (৩৮) পিতা- মৃত বাদুল্লাহ্ সাং-পুঠিয়া, থানা-উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জ। আটক কৃতদের কাছ থেকে গনপ্রজাতন্ত্রী সরকারের সম্পদ" ক্রয় বিক্রয় আইনত দন্ডনীয় অপরাধ লেখা বিক্রয় নিষিদ্ধ সরকারী ঔষধ superdex- ৯৬ পিস spinocan-200 পিস, pantoprazole ২হাজার পিস, seftiaxone ইন্জেকশন ৫০ পিস, urine bag ১২০ পিস, lnj k mm ৩৫ পিস, esoral 40 mg ২হাজার পিস, ডিস্ট্রিল ওয়াটার ১ শত পিস, trugut ৫৮৮ পিস, catheter ১৮০ পিস, ৩টি মোবাইল ফোন সহ যার বাজার মূল্য আনুমানিক ১ লাক্ষ ১৫ হাজার টাকা।
সিরাজগঞ্জ র্যাব ১২ পক্ষ হতে প্রেস বিফিংয়ে, এ্যডিসনাল এসপি মোঃ সাকিবুল ইসলাম খান বলেন, গ্রেফতারকৃত আসামীগন দীর্ঘদিন যাবৎ পরস্পরের যোগসাজশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পতাজিয়া, শাহজাদপুর এর মেডিসিন ষ্টোর কিপার চিত্ররনঞ্জ সাহ (৬০) এ/পি শ্যামলীপাড়া থানা উল্লাপাড়া এর নিকট হতে - সরকার হতে দেয়া দুস্থদের বিনা মূল্যের ঔষুধ ও চিকিৎসা সামগ্রী চুরি করে উল্লাপাড়া থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলে ।
এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
র্যাব এ ধরনের অভিযান কার্যক্রম চলমান থাকবে ,এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে বাংলাদেশকে একটি অপরাধ ও দুর্নীতি মুক্ত স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলবে আশা প্রকাশ করেন । একুশে মিডিয়া।
No comments:
Post a Comment