![]() |
একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ শহরের হরি কিশোর রায় রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে দোয়া, আলোচনা সভা এবং বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে নবগঠিত ময়মনসিংহ মহানগর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
নবগঠিত জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ নগর বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ নগর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমজাদ আলী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির দপ্তর সম্পাদক এড.এম.এ হান্নান, কোষাধ্যক্ষ রতন আকন্দ, ময়মনসিংহ নগর বিএনপি’র সাবেক সংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন পাপন, ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদলের সদ্য সাবেক সভাপতি শামীম আজাদ, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম টুটুল, বিএনপি নেতা ওয়াকিল উদ্দিন শাকিল, মহানগর ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মোমেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহিরুল হক, নগর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোচনায় শেষে নবগঠিত নগর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বের হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
No comments:
Post a Comment