একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে সোমবার আড়াইটায় বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা।
এসময় ওষুধ আইন ১৯৪০ এর ২৭ ধারা মোতাবেক মেয়াদ উর্ত্তীণ ওষুধ দোকানে রাখা ও ওষুধের প্যাকেটে অতিরিক্ত মূল্য সংযোজন করার অপরাধে জয়পাড়া বাজারের মোল্লা মেডিসিন কর্ণারকে ১০ হাজার, বীরেন্দ্র ফার্মেসীকে ১০ হাজার এবং মনোয়ারা ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রাস্তা দখল করে বেআইনি ভাবে অটো গাড়ি (অটোরিক্সা) রাখায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১০৮ ও ১০৯ ধারায় ৫ জনকে ১০০ টাকা এবং ৭ জনকে ২০০ টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা বলেন, দোহারে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment