![]() |
প্রতীকী ছবি |
একুশে মিডিয়া, সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে মোছাঃ রেনুকা (২৭) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বালি ঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামে ঘটনাটি ঘটে। রেনুকা একই গ্রামের আমীর আলীর স্ত্রী। এদিকে রেনুকার শরীরে ফোলা ও বেদনাদায়ক জখমের চিহ্ন দেখে স্থানীয় নারীদের অনেকেই এটিকে হত্যা বলেও মনে করছেন। পুলিশ সত্যতা জানতে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
স্থানীয় লোকজন জানায়,রেনুকার স্বামী প্রায় সময় মারধর করতো ও তালাক দেয়ার হুমকি দিত। অকাল কুষ্মান্ড আমীর আলী কিছুদিন পূর্বে স্ত্রীর কাছ থেকে ২৫ হাজার টাকা নেয়। এই টাকা নিয়ে দু'জনের মধ্যে বড় ধরনের কলহ বাধে। রেনুকাকে বেদম মারপিট করে তার স্বামী। গতকাল সোমবার রাতে রেনুকার বড় ছেলে প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে গলায় ফাঁস দেয়া অবস্থায় মায়ের লাশ দেখতে পায়।
রেনুকা ২ সন্তানের জননী ছিল। তার বড় ছেলে বীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে ও ছোট ছেলে একই স্কুলে প্রথম শ্রেণিতে পড়ত। দারিদ্র্যতার মাঝেও ২ সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ গড়ার স্বপ্ন দেখত রেনুকা। মাঝে মাঝে স্কুলে এসে শিক্ষকদের কাছে সন্তানদের পড়ালেখার খবরও নিত। রেনুকা ছাগল ও গরু পালন করে অতি কষ্টে সংসার চালাতো। মা'কে হারিয়ে দুই অবুঝ শিশু অঝোরে কাঁদছে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment