মসজিদে অগ্নিসংযোগ কারীর ২৪ বছরের কারাদণ্ড: মার্কিন যুক্তরাষ্ট্রে-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 18 October 2018

মসজিদে অগ্নিসংযোগ কারীর ২৪ বছরের কারাদণ্ড: মার্কিন যুক্তরাষ্ট্রে-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে মসজিদে অগ্নিসংযোগের দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে সাড়ে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। বুধবার মার্কিন ওই আদালত বলেছেন, বিদ্বেষ এবং হিংসার কারণে অভিযুক্ত ওই ব্যক্তি মসজিদে আগুন দিয়েছিলেন।
২০১৭ সালের ২৮ জানুয়ারি হোস্টন থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের ভিক্টরিয়া ইসলামিক সেন্টারে অগ্নিসংযোগ করেন দণ্ডপ্রাপ্ত মার্ক পেরেজ (২৬)। মসজিদে অগ্নিসংযোগের এই ঘটনাকে যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রতি বাড়তে থাকা বিদ্বেষের অংশ হিসেবে দেখছে ইসলামিক মানবাধিকার সংস্থাগুলো।
ভিক্টরিয়া ইসলামিক সেন্টারে অগ্নিসংযোগের দায়ে ওই বছরের জুলাইয়ে আদালতে দোষী সাব্যস্ত হন পেরেজ। মার্কিন বিচারবিভাগ বলছে, নিবন্ধনবিহীন ধ্বংসাত্মক ডিভাইস ব্যবহার করে অন্য একটি ঘটনায় বিদ্বেষমূলক অপরাধের সঙ্গেও সংশ্লিষ্টতা পাওয়া গেছে মার্ক পেরেজের।
texas-mosque-fire
রায় ঘোষণার সময় আদালতের জ্যেষ্ঠ বিচারক জন রেইনি বলেছেন, হেইট ক্রাইম আমাদের সমাজের জন্য এক ধরনের ক্যান্সার এবং এই অপরাধ সহ্য করা হবে না। অভিযুক্ত মার্ক পেরেজকে ২৪ বছর ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন তিনি।
টেক্সাসের ফেডারেল আদালতে এক সপ্তাহ ধরে চলমান এই মামলার যুক্তি-তর্কের সময় বিচারক বলেন, এ অপরাধ সোজাসুজি বিদ্বেষ থেকে ঘটানো হয়েছে।
পেরেজের আইনজীবী স্যান অ্যান্টনিও বলেন, তার মক্কেল অগ্নিসংযোগের সঙ্গে জড়িত নন। এমনকি ওই ভবনে যখন আগুনের সূত্রপাত হয়, তখন পেরেজ তার সদ্যজাত ছেলে সন্তানের কাছে ছিলেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages