![]() |
একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
ডিবি পুলিশের বিশেষ অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের নায়েবে আমিরসহ ৪ নেতাকে গ্রেফতার করেছে গাইবান্ধার ডিবি পুলিশ। মঙ্গলবার ৩০ অক্টোবর দুপুরে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার নির্দেশনায় ডিবি ওসি মজিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউপি'র নান্দিশহর গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল মজিদ আকন্দ (৫০),উপজেলা সদরের মহেশপুর গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে শাহ আলম(৪৫) একই গ্রামের মৃত আজগর আলীর ছেলে সেকেন্দার মন্ডল(৫০) ও মৃত আবু তালেব ওরফে বাবু মুন্সির ছেলে জহুরুল (৩২)।
গ্রেফতারের বিষয়টি একুশে মিডিয়াকে নিশ্চিত করে ডিবি ওসি মজিবুর রহমান পিপিএম জানান, তাদের প্রত্যেকের বিরুদ্ধে এক ডজনেরও বেশি মামলা রয়েছে। এছাড়া পলাশবাড়ী থানায় আবারো সন্ত্রাস-নাশকতার অভিযোগে নতুন করে মামলা হয়েছে। গোপন খবর রয়েছে এরা পুনরায় সন্ত্রাস-নাশকতার পরিকল্পনা করছিল।
No comments:
Post a Comment