তাড়াইল উপজেলায় উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী মুক্তিযোদ্ধা আজিজুল হক বিজয়ী-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 3 October 2018

তাড়াইল উপজেলায় উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী মুক্তিযোদ্ধা আজিজুল হক বিজয়ী-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, কিশোরগঞ্জ রিপোর্ট:
  • কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক ভূঞা মোতাহার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ৪৮ হাজার ৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
  • বুধবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত এই উপনির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. ছাইদুজ্জামান মোস্তফা পেয়েছেন ১৩ হাজার ৩৩৯ ভোট। এছাড়া নির্বাচনের অপর নির্দর্লীয় প্রার্থী আলহাজ্ব একেএস জামান সম্রাট পেয়েছেন ৮ হাজার ২১৮ ভোট।
  • এদিকে নির্বাচনের ভোটগ্রহণ চলার সময়ে দুপুরে বিএনপি প্রার্থী মো. ছাইদুজ্জামান মোস্তফা নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন।
  • বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উপ-নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। উপ-নির্বাচনকে ঘিরে পুলিশ, র‌্যাব ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র সমন্বয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।
  • এই উপজেলায় মোট ভোটার ১ লাখ ২১ হাজার ৪২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬১ হাজার ৯২৩ ও মহিলা ভোটার ৫৯ হাজার ৫০৪ জন। ৭টি ইউনিয়নে সর্বমোট ভোট কেন্দ্র ছিলো ৪২টি। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages