রাশিফল: বৃহস্পতিবার দিনটি যেমন কাটবে আপনার?-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 3 October 2018

রাশিফল: বৃহস্পতিবার দিনটি যেমন কাটবে আপনার?-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, লাইফ রিপোর্ট:
জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী
সাংগঠনিক সম্পাদক (বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি)



বৃহস্পতিবার (৪ অক্টোবর) আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও ইউরেনাস। ৪ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর ইউরেনাসের প্রভাব স্পষ্ট।(((একুশে মিডিয়া)))
আপনার শুভ সংখ্যা: ৪,১৩,২২,৩১।”
আপনার শুভ বর্ণ: গোলাপী ও সাদা।”
শুভ গ্রহ ও বার: রবি ও শুক্র।”
শুভ রত্ন: হীরা ও গার্ণেট।”
চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে। ১০মী তিথি রাত: ৮:০৮ পর্যন্ত, পরে ১১শী তিথি চলবে।(((একুশে মিডিয়া)))
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি প্রত্যাশিত কাজে অগ্রগতির। সকালের দিকে মায়ের সাথে কোনো কারণে ভুল বোঝাবুঝির দেখা দেবে। আত্মীয়ের সাথে কোনো বিষয়ে বিরোধ হতে পারে। জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো জটিলতা দেখা দেবে। যানবাহন ক্রয় করতে পারেন। কর্মস্থলে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে।(((একুশে মিডিয়া)))
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। ছোট ভাই-বোনের সাথে কোনো কারণে মন মালিন্য হতে পারে। সাংবাদিক ও সাহিত্যিকদের কাজে রহস্যজনক বাধা-বিপত্তি দেখা দেবে। মানি এক্সেঞ্জ ও হুন্ডি ব্যবসায়ীদের আইনগত জটিলতা থেকে সতর্ক হতে হবে। ব্যবসা ক্ষেত্রে কোনো বিদেশী অর্ডার বাতিল হতে পারে। প্রতিবেশীর সাথে বিবাদ এড়িয়ে চলতে হবে।(((একুশে মিডিয়া)))
মিথুন রাশি (২১ মে - ২০ জুন): মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। খুচরা বিক্রয়ের ক্ষেত্রে ভালো আয় রোজগার হতে পারে। বিদেশী পণ্য বিক্রেতাদের দিনটি ভালো যাবে। রেস্টুরেন্ট ও বেকারী ব্যবসায় কোনো ঝামেলা হবার আশঙ্কা রয়েছে। দিনের শেষ ভাগে বাড়িতে কোনো কুটুম্বর আগমন হতে পারে। সঞ্চয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দেবে।(((একুশে মিডিয়া)))
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): আজ কর্কটের জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্মস্থলে কোনো ভালো ঘটনা ঘটতে পারে। বৈদেশীক ব্যবসায় আয় রোজগার বৃদ্ধি পাবে। মানসিক অস্থিরতা বা অতৃপ্ততায় ভুগতে পারেন। ব্যবসা ক্ষেত্রে অংশীদারের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে অকারণ সন্দেহ ও অন্ধ বিশ্বাস ক্ষতির কারণ হয়ে যাবে।(((একুশে মিডিয়া)))
সিংহ রাশি (২১ জুলাই - ২১ আগস্ট): আজ সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রবাসীরা কোনো ভালো সংবাদ পাবেন। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন। ট্যুর অপারেটরদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। আইনগত কোনো জটিলতার অবশান আশা করা যায়। বিদেশ যাত্রার সুযোগ আসবে।(((একুশে মিডিয়া)))
কন্যা রাশি (২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর): আজ কন্যার জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। প্রবাসী বড় ভাই বা বন্ধুর কাছ থেকে আর্থ পেতে পারেন। ব্যবসায়ীক ক্ষেত্রে বকেয়া টাকা আদায়ের যোগ প্রবল। চাকরিজীবীদের বকেয়া বেতন বোনাস আদায় হতে পারে। মানি এক্সেঞ্জ ব্যবসায়ীরা হঠাৎ কিছু অর্থ লাভ করতে পারেন। রহস্যজনক ব্যবসায় ভালো আয় রোজগার হতে পারে।(((একুশে মিডিয়া)))
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): আজ তুলা রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। বিদেশী কোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেয়ে যেতে পারেন। সরকারি চাকুরেদের ট্রেনিং এর জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা। রাজনৈতিক কাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। বন্ধু বা পিতৃ স্থানীয় কারো দ্বারা উপকৃত হতে পারেন। পিতার সাথে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি দেখা দেবে।(((একুশে মিডিয়া)))
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের দিনটি ভাগ্যদয়ের। বিদ্যার্থীরা বিদেশে পড়াশোনার জন্য বৃত্তি পেতে পারেন। ধর্মীয় কাজে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। জীবন সাথীর ভাগ্য উন্নতির যোগ প্রবল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের দিনটি বলবান। পিতার সাহায্য পেতে পারেন। জীবিকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো রহস্যজনক ঘটনা ঘটতে পারে।(((একুশে মিডিয়া)))
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। কোনো অনৈতিক কর্মের জন্য গ্রেফতার বা পুলিশি হয়রাণির আশঙ্কা প্রবল। রাহু মঙ্গলের প্রভাবে পায়ে কোমড়ে কোনো আঘাত পেতে পারেন। যানবাহনে দুর্ঘটনা এড়িয়ে চলতে হবে। আউটসোর্সিং এর সাথে জড়িতদের বড় ধরনের ধন লাভের যোগ। ক্যামিক্যাল ব্যবসায়ীরা কোনো পণ্য আমদানি করতে ব্যস্ত হতে পারেন।(((একুশে মিডিয়া)))
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি): মকর রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। জীবন সাথীর কোনো রহস্যপূর্ণ আচরণের কারণে দাম্পত্য কলহের শিকার হতে পারেন। বিবাহে বাধা-বিপত্তি দেখা দেবে। ব্যবসায়ীরা আশানুরুপ লাভ করতে পারবেন না। অংশীদারি কাজে কিছু লাভের আশা করতে পারেন। চাকরিজীবীদের কাজের ঝুঁকি বৃদ্ধি পাবে।(((একুশে মিডিয়া)))
কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো নয়। শরীর স্বাস্থ্য ও মানসিক দিক ভালো যাবে না। কোন বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন। কর্মস্থলে গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। চন্দ্র কেতুর প্রভাবে এলার্জী জনিত রোগ থেকে সাবধান হতে হবে। ঋণ যোগ প্রবল। অণৈতিক কাজের থেকে নিজেকে দূরে রাখুন। কাজের লোক বা কর্মচারীর উপর বেশী নির্ভর করা ঠিক হবে না।(((একুশে মিডিয়া)))
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ): মীন রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ সন্তানের উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ আসবে। শিল্পী ও কলাকুশলীরা দূরে কোথাও যেতে পারেন। রোমান্টিক বিষয়ে সতর্ক হতে হবে। প্রেমিকাকে নিয়ে বাহিরে কোথাও না যাওয়াই ভালো। অনভিপ্রেত ঘটনার মোকাবেলা করতে হবে। দিনের শেষ ভাগে সৃজনশীল কাজে অগ্রগতি আশা করা যায়।(((একুশে মিডিয়া)))

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages