দোহারে থামছেনা ইলিশ শিকার-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 13 October 2018

দোহারে থামছেনা ইলিশ শিকার-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলছে। ২২ দিনের এ নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২৮ অক্টোবর । যেসব নদীতে ইলিশ পাওয়া যায়, প্রায় সব নদীতেই প্রতিদিন চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ইলিশ ও কারেন্ট জালসহ হাতে-নাতে ধরার পর জেলেদের জেল-জরিমানাও করা হচ্ছে। এরপরও দোহার উপজেলার পদ্মা নদীতে ইলিশ শিকার চলছে। তবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জেলেদের অভিযোগ পাওয়া গেছে, নিষেধাজ্ঞা শুরুর ৬ দিন পার হলেও সরকারের বরাদ্দ দেওয়া খাদ্য সহায়তার চাল না পেয়ে জাল হাতে নদীতে নামছেন তারা।
উপজেলা মৎস্য অধিদফতর সূত্রে জানা গেছে, মোট জেলের সংখ্যা ২ হাজার ৫০০ জন। এর মধ্যে ইলিশ শিকারে যুক্ত ১ হাজার ৬৪৭ জন। মা ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় তাদের প্রত্যেকে ২০ কেজি করে চাল পাওয়ার কথা ছিল। কিন্তু নিষেধাজ্ঞা শুরুর সাত দিন পার হলেও এখন পর্যন্ত তাদের মধ্যে চাল বিতরণ করা হয়নি। আবার অনেক জেলে কার্ড পাননি।
এদিকে, নিষেধাজ্ঞা শুরুর পর গত এক সপ্তাহে দোহারে ৫৭ জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে ৩১ হাজার মিটার কারেন্ট জাল। নাম প্রকাশে অনইচ্ছুক এক জেলে বলেন, ‘খাদ্য সহায়তা না পেয়ে নিষেধাজ্ঞার পরও জেল-জরিমানার কথা ভুলে গিয়ে জেলেরা বাধ্য হয়ে নদীতে মাছ ধরতে নামছেন। চাল বিতরণ না হলে ইলিশ শিকার করতে নদীতে নামা জেলের সংখ্যা দিনদিন আরও বাড়বে।’
সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখলেও থামবেনা ইলিশ শিকার।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages