![]() |
একুশে মিডিয়া, মোঃ আরিয়ান আরিফ, ভোলা:
ভোলায় নছিমনের ধাক্কায় কাসেম (২৭) নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার (২৯অক্টোর) সকালে ঢাকা নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থা মারা যান।
জানাযায়, গত ২৭ অক্টোবর ভোলা সদর উপজেলার ইলিশা সড়কে বিকাল ৫টার দিকে নছিমন বেপরোয়া গতিতে চালিয়ে এসে মটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মটরাসাইকেলের চালক কাসেম ঘটনাস্থলে গুরুতর আহত হয়। প্রথমে স্থানীয়রা উদ্বার করে ভোলা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়। বরিশাল শেবাচিম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠায়।
পরে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কাসেমকে মৃত ঘোষনা করেন।
নিহত কাসেম ওই উপজেলার রাজাপুর ইউনিয়নের জালাল আহমেদ ফরাজীর ছেলে।
কাসেম ছিলেন একজন সমাজসেবী স্বেচ্ছায় রক্তদানও করতেন।
তার অকাল মৃত্যুতে ওই এলাকা এবং সামাজিক যোগাযোগ ফেসবুকে নেমে আসে শোকের ছায়া।
এঘটনায় পুলিশ এখন পযর্ন্ত নছিমন ও চালককে আটক করতে পারেনি।
No comments:
Post a Comment