![]() |
একুশে মিডিয়া, হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী আহত হয়েছেন। গত (২৫ অক্টোবর) বৃহস্পতিবার রাত অনুমান ৬টার সময় এ র্দুঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভাতুরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী দেলোয়ারা কাঠালডাঙ্গীবাজার হতে বাইসসাইকেল যোগে নিজ বাড়ি যায়ার পথে টেংরিয়া হাই স্কুলের সামনে বেপরোয়া ট্রাক্টর সঙ্গে দুর্ঘটনা ঘটে। এতে সে গুরুত্ব আহত।
আহতের ফুফাত ভাই হাসিবুল মুঠো ফোনে জানান, ঘটানার স্থল থেকে উদ্বার করে রানীশংকৈল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেলে আছে অবস্থা খুবই আশঙ্খাজনক।
ভাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাজান সরকার জানান, স্থানীয়রা গাড়ি, ড্রাইভার ও হেলপারকে আটক করে পরিষদে নিয়ে আসে।
আমি গাড়ি বাইরে, ড্রাইভার ও হেলপারকে আসামি কক্ষে আটক করি। তাদের বাড়ি ঠাকুরগাঁও সালান্দর এলাকায়। পরে থানা পুলিশ এসে গাড়িসহ তাদেরকে নিয়ে যায়। তারা বর্তমানে থানা পুলিশ হেফাজতে রয়েছে।
No comments:
Post a Comment