ময়মনসিংহ বিভাগের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন আমার ছেলে যদি খুনি হয়, তাহলে তার শাস্তি হোক : ধর্মমন্ত্রী-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 13 October 2018

ময়মনসিংহ বিভাগের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন আমার ছেলে যদি খুনি হয়, তাহলে তার শাস্তি হোক : ধর্মমন্ত্রী-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ মহানগর যুবলীগ নেতা আজাদ শেখ হত্যা মামলার প্রধান আসামি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে মোহিত-উর রহমান শান্ত।
আজাদের স্ত্রী দিলরুবা আক্তার দিলু ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বামী হত্যার মামলাটি করেন।
মামলার পর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব বিরাজ করছে।
শনিবার সে বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। সকালে টাউনহল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানে ছেলে শান্তর বিরুদ্ধে হত্যা মামলাকে তিনি উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেন।
মতিউর রহমান বলেন, ‘আমার ছেলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বলেছি— আমার ছেলে যদি খুনি হয়, তাহলে তার শাস্তি হোক। আর যদি নির্দোষ হয়, তাহলে যারা তার বিরুদ্ধে মামলা করতে সহযোগিতা করেছে, তাদের বিচার চাই।’
তিনি বলেন, ‘বিষয়টি প্রধানমন্ত্রী শুনে আমাকে আশ্বস্ত করেছেন, আপনার ছেলের প্রতি ইনজাস্টিস করা হবে না।’
গত ৩১ জুলাই মহানগর যুবলীগ নেতা আজাদ শেখ হত্যাকাণ্ডের ঘটনায় স্ত্রী দিলরুবা আক্তার দিলুর দায়ের করা হত্যা মামলাটি হাইকোর্টের নির্দেশে এক মাস পর গ্রহণ করে ময়মনসিংহ কোতোয়ালি থানার পুলিশ।
এতে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত-উর রহমান শান্তকে প্রধান আসামি করে ২৫ জনের নাম এবং অজ্ঞাত আরো ৮/১০ জনকে আসামি করা হয়।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের সমালোচনা করে ধর্মমন্ত্রী বলেন, ‘আপনারা পলিটিক্স করেন, ভালো কথা। তবে বিএনপির লোকজনের সঙ্গে আঁতাত করে রাজনীতি কইরেন না।’
এ সময় তিনি দলীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে রাজনীতি না করারও আহ্বান জানান।
এর আগে সকালে বিভাগ প্রতিষ্ঠার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউনহলে গিয়ে শেষ হয়। সেখানে কেক কেটে তৃতীয় বর্ষপূর্তির শুভ সূচনা করেন তিনি।
পরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, আওয়ামী লীগের জেলা সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহেতেশামুল আলম, স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. এমএ গণি, মাউশি’র পরিচালক আজহারুল ইসলাম আরজু, জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা প্রমুখ।
২০১৫ সালের ১৩ অক্টোবর দেশের অন্যতম বৃহত্তম জেলা ময়মনসিংহকে দেশের অষ্টম বিভাগে উন্নীত করা হয়। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages