পলাশবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী আজাদের মোটরসাইকেল শোভাযাত্রা-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 29 October 2018

পলাশবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী আজাদের মোটরসাইকেল শোভাযাত্রা-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মোঃ শাহরিয়ার কবির আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা-৩ (পলাশবাড়ি- সাদুল্লাপুর ) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ডা. শাহ্ মোঃ ইয়াকুব-উল-আজাদ এর মোটরসাইকেল শোডাউন সোমবার ২৯ অক্টোবর বেলা ১১টায় পলাশবাবাড়ী চৌমাথা থেকে শুরু করে সাদুল্যাপুর শহরসহ বিভিন্ন স্থানে সন্ধ্যা পযন্ত প্রদক্ষিণ করে।
সোমবার দুপুরে বিশাল কর্মী-সমর্থকের বহর নিয়ে শোডাউন করাসহ তার নির্বাচনী ইশতেহার মূলক লিফলেট বিতরণ করেন।
এসময় সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডাঃ ইয়াকুব উল আজাদ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও গাইবান্ধা জেলা বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা।
ইতোমধ্যে তিনি পলাশবাড়ি - সাদুল্লাপুর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে নির্বাচনী প্রচারণার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ফ্রি ঔষুধ ও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
নির্বাচনী প্রচারণা উপলক্ষে তিনি সোমবার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামাঞ্চলে একটি বিশাল মোটর সাইকেল শোডাউন করেন। শুধু তাই নয়, পলাশবাড়ি ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকায় তিনি নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন এবং তিনি দীর্ঘদিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। ডাঃ ইয়াকুবুল আজাদ মোটর সাইকেলে শো-ডাউনের সময় বিভিন্ন এলাকায় গণসংযোগকালে জনগণের উদ্দেশ্যে বলেন, আমি ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম।
পরবর্তীতে সরকারি চাকুরীতে থাকাকালীন সময়ে বিএমএ ও স্বাচিপ সংগঠনের সাথে জড়িত থেকে আওয়ামীলীগের রাজনীতিতে কাজ করেছি। বর্তমান সরকার উন্নয়নের সরকার।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়নে সর্বোচ্চ অগ্রণী ভূমিকা রেখেছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, বাংলাদেশে এ উন্নয়নের রূপকার আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অভূতপূর্ব উন্নয়ন অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে হবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages