একুশে মিডিয়া, মোঃ আরিয়ান আরিফ : : ভোলা:
ভোলা ধনিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালাশুর নামক স্থানে এলাকায়
মাহাবুব হোসেন(৪০) পিতা-মোজাম্মেল ব্যাপারী আজ সোমবার সকালে গাছের সাথে
জুলন্ত গলায় ফাস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। সেইখানকার একটি বাগান থেকে
স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে, পরে ভোলা সদর থানায় বিষয়টি অবহিত করে বলে
জানা যায়।
পরে এলাকাবাসী ও পারিবারিক এবং নিহতের পিতা,মোজাম্মেল ব্যাপারী এক ঘটনার বিষয়ে বলেন, নিহত মাহাবুব হোসেন বিভিন্ন পারিবারিক ও সাংসারিক টেনশন এবং বিভিন্ন ধার দেনায় পরে যায় এবং মানষিক ভাবে বিপর্যয়ে পরেন,গত কয়েক মাস আগেও সেই চাপ সহ্য করতে না পেরে বিষপান করে অত্মহত্যার চেষ্টা করেন বলে জানা যায়।
পরে এলাকাবাসী ও পারিবারিক এবং নিহতের পিতা,মোজাম্মেল ব্যাপারী এক ঘটনার বিষয়ে বলেন, নিহত মাহাবুব হোসেন বিভিন্ন পারিবারিক ও সাংসারিক টেনশন এবং বিভিন্ন ধার দেনায় পরে যায় এবং মানষিক ভাবে বিপর্যয়ে পরেন,গত কয়েক মাস আগেও সেই চাপ সহ্য করতে না পেরে বিষপান করে অত্মহত্যার চেষ্টা করেন বলে জানা যায়।
এব্যাপারে ভোলা থানার এস আই রফিকুল ইসলাম ঘটনার তথ্যাদি
সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর
হাসপাতালের মর্গে প্রেরন করা হয়।
No comments:
Post a Comment