![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
কিংবদন্তী সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর নামাযে জানাযায় লাখো মানুষের ঢল নেমেছে। প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য চট্টগ্রাম মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকা এবং পাশ্ববর্তী জেলা থেকেও ভক্তরা ছুটে এসেছেন।
![]() |
শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত জানাযায় লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করেছে আইয়ুব বাচ্চু কতটুকু জায়গা দখল করে আছে জনমানুষের হৃদয়ে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ,চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ শত শত রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সকালে বিমানবন্দর থেকে মরহুমের লাশ গ্রহণসহ জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত নামাযে জানাযার সকল প্রস্তুতি গ্রহণ করেন।তিনি মরহুমের জানাযায় অংশ গ্রহণ করেন। জানাযায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন দল,মত,ধর্ম,বর্ণ নির্বিশেষে লাখো জনতা উপস্থিত হন।
![]() |
এ সময় মেয়র বলেন, বাচ্চু ভাই তার বাবার সাথে চট্টগ্রামে জীবনের শেষ দিনগুলো কাটাতে চেয়েছিলেন। এখানে একটি বাড়ি করার জন্য আমার পক্ষ থেকে সহযোগিতা চেয়েছিলেন। তার সে আশা পূরণ হয়নি।তিনি আমাদেরকে ছেড়ে অকালে চলে গেলেন।আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।
তিনি আরো বলেন, আইয়ুব বাচ্চুর নামে নগরে একটি সড়কের নামকরণের ব্যাপারে আগামী জিএম-এ প্রস্তাব উপস্থাপন করা হবে।পরবর্তীতে প্রশাসনিক সম্পন্ন করে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
শোক সমাবেশে কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম ‘ নন্দনকাননস্থ বৌদ্ধমন্দির মোড়ে আইয়ুব বাচ্চুর একটি আবক্ষ মূর্তি স্থাপনের দাবীর প্রসঙ্গে তিনি বলেন, শাহ আলমের ভাইয়ের দাবী বাস্তবায়নে আমি ঐক্যমত পোষণ করি। নন্দনকানন বৌদ্ধমন্দির মোড়ে আইয়ুব বাচ্চুর আবক্ষ মূর্তি স্থাপনের উদ্যোগ নেয়া হবে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment