![]() |
একুশে মিডিয়া, রিপোর্ট:
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়াতে হবে। এজন্য শিক্ষকদের নজর দিতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২০ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থা করেছি। আমরা শিক্ষানীতি তৈরি করি। আমরা মানুষের মধ্যে শিক্ষার আগ্রহ বাড়াতে কাজ করেছি।
তিনি বলেন, জাতির পিতা শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তিনি শিক্ষার মাধ্যমে জাতিকে উন্নত করতে চেয়েছিলেন। জাতির পিতা শিক্ষার উন্নয়নে কাজ করে গেছেন। সংবিধানে শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। তিনি শিক্ষাকে অবৈতনিক ঘোষণা করেছিলেন।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি অর্জনে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা রয়েছে।
এর আগে ওমরাহ পালন শেষে গত রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ
সিনা। গতকাল দিনগত রাত ১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায়।
No comments:
Post a Comment