![]() |
একুশে মিডিয়া, গোলাম রাব্বী জয়পুরহাট প্রতিনিধি:
২১শে আগষ্ট গেনেট হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্যান্য আসামীদের রায়ের প্রতিবাদে আজ বেলা ১১ টায় জয়পুরহাট জেলা বিএনপি অফিসের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে জেলা জাতীয়তাবাদী মহিলা দল।
মানববন্ধন শেষে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মন্ডল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ, সহ-সভাপতি সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মস্তফা, সদর উপজেলার চেয়ারম্যান ফজলুর রহমান,সদর উপজেলাৱ মহিলা ভাইচ চেয়াৱম্যান ও জেলা মহিলা দলেৱ নেত্রী জাহেদা কামাল, জেলা বিএনপি নেতা মাসুদ রানা প্রধান, মতিয়র রহমান,সেলিম রেজা ডিউক,যুব দল নেতা শাহানিয়াজ কবির সুভ্র,সাধাৱন সম্পাদক চপল, সেচ্ছাসেবক দল নেতা আব্দুল ওহাব যুব নেতা শরিফুল, মহিলা দলের নেত্রী পারভিন বানু রুলি ও নুরজাহান হ্যাপি সহ অন্যান্যরা।
বক্তারা বলেন এই সরকার বিচার বিভাগ দলীয় করন করেছে। সরকার সরযন্ত্র করে তারেক রহমান সহ নেতাদেরকে এ রায় দিয়েছেন আমরা জয়পুরহাটের বিএনপির নেতা কর্মীরা এই রায় মানি না আমরা এর তীব্র প্রতিবাদ জানায়।
No comments:
Post a Comment