এনটিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক কাঁচের পুতুল-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 11 October 2018

এনটিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক কাঁচের পুতুল-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, আল আমিন মুন্সী:
 মেজবাহ উদ্দিন সুমনের রচনায়  ও হিমেল আশরাফর এর পরিচালনায় কাঁচের পুতুল নাটক শুরু হলো এনটিভিতে । এখানে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও জাকিয়া বারী মম। তাদের চরিত্রের নাম যথাক্রমে আবির ও লতা। এ ছাড়া এতে অভিনয় করেছেন ফখরুল বাশার মাসুম, শিল্পী সরকার অপু, নরেশ ভুইয়া, শিরিন আলম, সমাপ্তি ওয়াদুদ, নাবিলা ইসলাম, সুষমা সরকার, টুটুল চৌধুরী, কবির টুটুল, অধরা প্রিয়া, তাসনুভা এলভিন, আজম খান প্রমুখ। ‘কাঁচের পুতুল’-এর গল্পে দেখা যাবে, আবির কোটিপতির সন্তান। লতা ময়মনসিংহ জেলা শহরের মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবার জন্মদিন পালন করার দিনেই লতার বাবা স্ট্রোক করে। লতা তার অসুস্থ বাবাকে মামার সহযোগিতায় ঢাকার এক হাসপাতালে ভর্তি করায়। সেখানে আবিরদের পরিবার লতাকে দেখে বিয়ের প্রস্তাব পাঠায়। লতাদের পরিবার এমন প্রস্তাবে রাজি হয়ে যায়। আবির রহমানের সাথে বিয়ে হয়ে যায় লতার। হয়ে যায় লতা রহমান। বিয়ের পর পরই গুলশানের আলিশান বাড়িতে স্থান হয় লতার। নতুন সংসার নতুন পরিবেশ সবকিছুর সাথে ধীরে ধীরে খাপ খাইয়ে নিতে থাকে এবং একটা সময় সেই আবিষ্কার করে তার স্বামী মাদকাসক্ত। মাথায় আকাশ ভেঙে পড়ে লতার। লতা ভেঙে পড়লেও মচকায় না।
নাটকটি প্রতি সপ্তাহের মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages