একুশে মিডিয়া, সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে শনিবার সন্ধ্যায় পিতামাতার উপর অভিমান করে হিমু আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। সে মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের দ্বিত্বীয় বর্ষের ছাত্রী।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন বলেন,পিতামাতার উপর অভিমান করে একটি সুইসাইড নোটে আত্মহত্যার পূূর্বে হিমু লিখেছিলেন,"আব্বু,তুমি আর আম্মু আর কখনো ঝগড়া করোনা, প্লিজ"। হিমু উপজেলার গোপালপুর গ্রামের হালিম মন্ডলের মেয়ে।
Add caption |
No comments:
Post a Comment