![]() |
একুশে মিডিয়া, রোমান চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার বোয়ালখালী সীমানার গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশির হামলায় ৭জন আহত হয়েছেন। ২৯ অক্টোবর সোমবার সকালে উপজেলার পশ্চিম গোমদন্ডী ছমদ আলী তালুকদার বাড়ীতে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত আবুল কালাম (৪৮), মো. আলম (৩৫) ও রাশেদুল ইসলাম মনিরকে(২৮) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া মো. আলমগীর, মো. জাফর, রহিমা খাতুন ও নুর নাহার বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মো. সাইদুল ইসলাম মানিক বাদি হয়ে বোয়ালখালী থানায় ৫জনকে বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মো. সাইদুল ইসলাম মানিক একুশে মিডিয়াকে জানান, বাড়ীর সীমানার বেশ কয়েকটি বিভিন্ন প্রজাতির গাছ প্রতিবেশি সিরাজুল হক ও তার ছেলেরা কাটতে থাকে। এতে বাধা দিলে তারা পরিকল্পিতভাবে হামলা চালায়। তাদের হামলায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মো.দেলোওয়ার একুশে মিডিয়াকে জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
No comments:
Post a Comment