নূপুরের স্বামী কে? স্ত্রী এক জনের দাবী অন্যজনের-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 3 October 2018

নূপুরের স্বামী কে? স্ত্রী এক জনের দাবী অন্যজনের-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:
  • ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বেশ সৌহার্দ্যের সম্পর্ক কাজ করে। খেলোয়াড়রা একে অন্যের পরিবারের সঙ্গেও বেশ মিলেমিশে থাকেন। এরই নানা প্রমাণ মেলে কিছুদিন পরপর।
  • নূপুর নাগার ভারতের তারকা পেসার ভুবনেশ্বর কুমারের স্ত্রী। কিন্তু তার স্ত্রীকে নিজের স্ত্রী বলে দাবি করলেন ভারতের তারকা ওপেনার শিখর ধাওয়ানের একমাত্র ছেলে জোরাভার!
  • যা শুনে তাজ্জব বনে যান স্বয়ং ভুবনেশ্বর। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি।
  • ভুবনেশ্বর বলেন, আমার স্ত্রী নুপূরের সঙ্গে খেলছিল জোরাভার। আমি জোরাভারকে বলি, ও (নুপূর) আমার স্ত্রী। ওকে বেশি সমস্যায় ফেলো না।
  • কিন্তু আমার এমন কথা শুনে জোরাভার বলে ওঠে, ‘এখন নুপূর আমার স্ত্রী। রবিবার থেকে নুপূর আবার তোমার স্ত্রী।’ ধাওয়ানেরর ছেলের এমন কথা শুনে থ মেরে গিয়েছিলেন ভুবনেশ্বর।
  • প্রসঙ্গত, ভুবনেশ্বর কুমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়সটা প্রায় ৬ বছর। এই সময়ের মধ্যে নিজেকে ভারতের জাতীয় ক্রিকেট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত করেছেন ডানহাতি এই পেসার। বল হাতে নাকাল করেছেন বিশ্বের অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানকে। সেই ভুবনেশ্বরকেই একবার নাকাল হতে হয়েছিল সতীর্থ শিখর ধাওয়ানের ছেলের কাছে।
  • ধাওয়ানের ছেলে জোরাভার ধাওয়ানের বয়স মাত্র ৪ বছর। এই বয়সে বাবার সঙ্গে জাতীয় দলের সফরসঙ্গী হয়ে দেশ-বিদেশ দাপিয়ে বেড়াচ্ছে ধাওয়ানপুত্র। এই সূত্রে জাতীয় দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গেও রয়েছে শিশুটির সখ্য। কিন্তু সেই সখ্যই রীতিমতো বিপাকে ফেলে দিয়েছিল ভুবনেশ্বরকে! একুশে মিডিয়া।।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages