একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ মহানগর ছাত্রদল সভাপতি নাইমুল করিম লুইন ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতপরিচয় আরো ১৮ থেকে ২০ জন নেতাকর্মীকেও আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল কান্তি সরকার এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নাশকতামূলক কর্মকান্ড কাজ করার অপরাধে বুধবার (১০ অক্টোবর) দিনগত রাতে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তী বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। একই থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ বিশ্বাসকে মামলাটির তদন্ত করতে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে বুধবার মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন এবং সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনের নেতৃত্বে শহরের বাউন্ডারী রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় ছাত্রদল। এই ঘটনার জের ধরেই এই মামলা দায়ের হয়। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment