একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লার লাকসামে বসত ঘরের ভিতরে স্ত্রীর গলাকাটা এবং স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ১০ই অক্টোবর বুধবার লাকসাম থানা পুলিশ ওই দম্পতির লাশ উদ্ধার করে কুমিল্লা মর্গে প্রেরণ করে। লাকসাম থানা পুলিশ সূত্রে জানা যায় যে নিহত ওই দম্পতি হলেন লাকসাম কান্দিরপার ইউনিয়নের সালেপুর গ্রামের মুন্সী হেদায়েত উল্লাহর ছেলে ছফিউল্লাহ (৪০) এবং তার স্ত্রী রাবেয়া (২৮)। নিহত দম্পতির দুই মেয়ে এক ছেলে রয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সালেপুর গ্রামে নিজ বসত ঘরে এই রহস্যজনক হত্যাকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে কোন এক সময় পারিবারিক কলহের জের ধরে প্রথমে স্ত্রীকে জবাই করে হত্যার পর স্বামী নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় কান্দিরপাড় ইউনিয়নের মেম্বার আরিফুল রহমান জানান, নিহত দম্পতির মধ্যে দীর্ঘদিন পারিবারিক কলহ ও অশান্তি চলে আসছিল। এর জের ধরেই হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। হত্যাকান্ডের সময় ওই দম্পতির ৪বছর বয়সী মেয়ে সাইফা ঘরে ঘুমন্ত অবস্থায় থাকলেও বড় ছেলে চট্টগ্রাম এবং বড় মেয়ে নানার বাড়ীতে ছিল।
হত্যাকান্ডের সংবাদ পেয়ে কুমিল্লার সহকারী পুলিশ সুপার নাজমুল হাছান, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার দে এবং পিবিআিই ও সিআইডি-র দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার দে জানান, ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ওই দম্পতির বসত ঘরের ভিতর থেকে স্ত্রীর গলাকাটা এবং স্বামীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এদিকে সন্তানদের বুক পাটা আর্তচিৎকার এ সালেপুর গ্রামে শোকের মাতম বয়ে গেছে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment