শার্শায় বাস-প্রাইভেট মুখোমুখি সংঘর্ষে আহত ৫-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 3 October 2018

শার্শায় বাস-প্রাইভেট মুখোমুখি সংঘর্ষে আহত ৫-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি:
শার্শার নাভারণ- সাতক্ষীরা মহাসড়কে বাস-প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে  ৫ জন আহত হয়েছে।
বুধবার (০৩ অক্টোবর) শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকায় দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী (ROYAVANU) (যশোর-জ ১১-০১০৮) নামের একটি যাত্রীবাহী বাস নাভারণ- সাতক্ষীরা মহাসড়কের সাতমাইল এলাকায় পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।  
এ ঘটনায় পাঁচজন মারাত্মক আহত হয়েছে আহত পাঁচজনকে যশোর সদর সহ বিভিন্ন হাসপাতালে  ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। 
আহত ব্যাক্তিরা প্রত্যেকেই পাইভেট কারের যাত্রী।
আহত ব্যাক্তিরা হলেন, ১।মোঃ শওকত আলী, পিতা- মোঃ তালুকদার, গ্রাম- ধান্যতারা,
২। কাজল আলী, পিতা আঃ হাই, গ্রাম- রাড়ীপুকুর 
৩।কবিরুল ইসলাম, পিতা- কিতাব আলী গ্রাম- বাগআঁচড়া ৪। আঃ হাই, পিতা- হবিবর রহমান, গ্রাম- রাড়ীপুকুর, শার্শা যশোর। কবিরুল (প্রাইভেট কার ড্রাইভার), পিতা- আইজুল ইসলাম, গ্রাম- চারাবটতলা, কলারোয়া,সাতক্ষীরা ।
এ দূর্ঘটনার সাথে সাথে বাস ড্রাইভার পালিয়ে যায়। নাভারণ হাইওয়ে পুলিশ বাস ও প্রাইভেটগাড়ি দুটাকে জব্দ করেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন আহত ব্যক্তি মারা যায় নি। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages