![]() |
ঘটনাস্থলে নিহত কিশোরী কলির মায়ের আহাজারী। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি ইটভাটার পরিত্যাক্ত পায়খানা থেকে এক কিশোরীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরীর নাম কলি আক্তার (১৬)।
আজ বুধবার সন্ধ্যায় পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এর আগে গত (১৩ অক্টোবর) শনিবার সন্ধ্যায় কলি আক্তার নিজ বাড়ী থেকে নিখোাঁজ হয়। পুলিশ ও এলাকাবাসীর ধারণা কলিকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করে লাশ গুম করা হয়েছে।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৬ বছরের একটা মেয়ের লাশ পাওয়া গেছে আমাদের টিম মির্জাপুরের সে এলাকায় গেছে।
নিহত কিশোরী কলি আক্তার মির্জাপুর ইউনিয়নের খিল্লাপাড়া এলাকার ছোট্ট মিয়ার মেয়ে। নিহত কলি স্থানীয় একটি ব্র্যাক স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখা পড়া করেছে। তর মা বাছু আক্তার সাংবাদিকদের বলেন, বেশ কিছুদিন ধরে কিশোরী কলির সাথে তাদের দুরসম্পর্কের আত্মীয় নোয়াপাড়া সন্দ্বিপ কলোনীর নাসেরের ছেলে নজরুল ইসলাম মিটুর সাথে সম্পর্ক গড়ে উঠে। পরে মিটু কলিকে বিয়ের করার প্রস্তাব দিলে আমরা না করে দিই। কারণ সে বিবাহিত ৩ সন্তানের বাবা। সে কারণে বিয়ে দেয়নি। সে আমার মেয়েকে সবসময় বিরক্ত করতো। আমাদের ধারণা মিটু তার মেয়েকে নিয়ে হত্যা করেছে।
No comments:
Post a Comment