পলাশবাড়ীতে পানি উন্নয়ন বোর্ডের বাধ কেটে মাটি সরবরাহ করায় হুমকির মুখে বাধ:-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 10 October 2018

পলাশবাড়ীতে পানি উন্নয়ন বোর্ডের বাধ কেটে মাটি সরবরাহ করায় হুমকির মুখে বাধ:-একুশে মিডিয়া

পলাশবাড়ীতে পানি উন্নয়ন বোর্ডের বাধ কেটে ট্রাক্টর দিয়ে মাটি সরবরাহ।। হুমকির মুখে ৫০ মিটার বাধ।। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন নবাগত জেলা প্রশাসক
একুশে মিডিয়া, মোঃ শাহরিয়ার কবির আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি:
সরকারী নির্দেশ উপেক্ষা করে গাইবান্ধার পলাশবাড়ীতে পানি উন্নয়ন বোর্ডের বাধ কেটে ট্রাক্টর দিয়ে মাটি সরবরাহ অব্যাহত রেখেছে বেশ কয়েকটি ইটভাটা মালিক।ফলে হুমকির মুখে পরেছে করতোয়া নদীর উপর নির্মিত পানি উন্নয়ন বোর্ডের ৫০ মিটার বাধ।

এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা নবাগত জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা। সরেজমিন তথ্যানুসন্ধানে জানাযায়, গত মাসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের গুরুত্বপুর্ন সড়ক মহাসড়ক - ও পানি উন্নয়ন বোর্ডের বাধের উপর সকল প্রকার ট্রাক্টর ও ইঞ্জিন চালিত কাকরা ভটভটি চলাচলের উপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করে ব্যাপক প্রচারণা চালানো হয়। কিন্ত বিধিবাম! প্রচার প্রচারনার পর গুরুত্বপুর্ন সড়ক মহাসড়ক ও বাধে এসব যান চলাচল বন্ধ হয়ে যায়। সম্প্রতি বেশ কয়েকটি ইট ভাটা মালিক করতোয়া বাধ কেটে ট্রাক্টর দিয়ে মাটি আনা নেওয়ার ফলে বাধের ৫০ থেকে ১০০ মিটার জায়গা চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। গত কয়েক দিন আগে এলাকাবাসী ও সংবাদকর্মীরা উপজেলা সহকারী কমিশনার ভুমি আরিফ হোসেনের হস্তক্ষেপ কামনা করলে তিনি ব্যবস্থা গ্রহনের নামে সময় ক্ষেপন করেন। ভুক্তভোগীরা দুই দিন অতিবাহিত হলে আবারো সহকারী কমিশনারের হস্তক্ষেপ কামনা করলে তিনি বিষয়টি ইউ এন ও পলাশবাড়ীকে অবগত করার কথা বলেন। পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন জানান, আমি এসি ল্যান্ডকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি। জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী জানান, ব্যবস্থা গ্রহনের জন্য ইতোমধ্যেই প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। গাইবান্ধা জেলার নবাগত জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা জানান, বাধের উপর এসব যানবাহন চলাচল বন্ধ করার জন্য ইউএনও পলাশবাড়ীকে নির্দেশ দেওয়া হয়েছে। এলাকাবাসীর অভিযোগ বাধের উপর এসব যানবাহন চলাচল বন্ধ না করা হলে আগামীতে নদ নদীর পানি বৃদ্ধি হলে বাধ ভেঙ্গে লক্ষ লক্ষ মানুষ পানি বন্দি হয়ে পরবে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages