দোহারে ভ্রাম্যমানে ২২ জেলের কারাদন্ড-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 14 October 2018

দোহারে ভ্রাম্যমানে ২২ জেলের কারাদন্ড-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
ঢাকার দোহারে পদ্মা নদীতে নিষেধাজ্ঞার সপ্তমদিনে ইলিশ নিধনের দায়ে আরও ২২জনকে আটক করে ১৫দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার দেলোয়ার (৩২), ফজলু বেপারী (৩৮), আকাশ (২৪), হাসেম (৩২),আব্দুলমালেক(৪২), আব্দুসসালাম (৩৮), আবুলমোল্লা (৪৮),শুকুরআলী (২৮), মনিরহোসেন (২৩), আবুলহোসেন (৩৫), ইদ্রীসআলী (২৮), আসলম (১), খলিল (৪৮), হাসান শাহ (৩০), শাহজাহা ন(৫২), আবু আবতাফ (২২), লতিফ বেপারী (৫০), রোস্তম ভুইয়া (৫০), দেলোয়ার দেলু (৩০), আবু তাহের (৪৩), সুজন হোসেন (২৭), বিল্লাল (৩২)। উপজেলা প্রশাসন সুত্র জানান, দোহারে পদ্মা নদীতে নিষেধাজ্ঞার সপ্তমদিনে ইলিশ নিধনের দায়ে দিনে ও রাত্রে পৃথক অভিযানে আরও ২২জনকে আটক করা হয়।এ সময়ে ৭টি ইঞ্জিনচালীত নৌকা ও ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়।ইঞ্জিনচালীত নৌকা থেকে সাড়ে তিনশত কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা’র নির্দেশে জব্দ জালগুলো উপজেলার পদ্মাতীরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরন করা হয়। নদীরপাড়ে আটককুতদের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা আক্তার রিবা’র আদালত আটক ২২জনকে ১৫দিনের কারাদন্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরোও বলেন,চলমান সপ্তমদিনে উপজেলার পদ্মা নদীতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারে মেতে উঠেছেন স্থানীয়রা।নদীতীরবর্তি এলাকা মধুরচর,বিলাশপুর,রাধানগর,সোনার বাংলা,চর নাছিরপুর গ্রামের স্থানীয় প্রভাবশালীরা নিষেধাজ্ঞার এই ২২ দিনে ইলিশ নিধনের জন্য বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে জাল ও নৌকা তৈরী করেছেন।আমরা অভিযানে নামলে এরা নদী থেকে উঠে পড়ে,আবার চলে গেলে পুনরায় তারা মাছ নিধনে নেমে পড়ে।আবার অভিযানে নদী থেকে কাউকে আটক করলেই শুরু হয় প্রভাবশালীদের তদবীর।আরোও অবাক হওয়ার বিষয় হচ্ছে যারা আটক হচ্ছেন এরা কেউ প্রকৃত জেলে নয়।বেশীরভাগ প্রবাস থেকে ছুটিতে বেড়াতে এসেছে,কেউবা রাজনৈতিক কর্মি,আবার কেউ অতিলোভে মাছ শিকার করতে এসেছে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages