সিরাজগঞ্জের যমুনায় জনতার হাতে আটক ৬ নৌ ডাকাত-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 14 October 2018

সিরাজগঞ্জের যমুনায় জনতার হাতে আটক ৬ নৌ ডাকাত-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, এম ডি হাফিজুর রহমান (সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি):
সিরাজগঞ্জে জনতার হাতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ নৌ ডাকাত আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ। শনিবার (১৩ অক্টোবর ১৮ ইং) গভীর রাতে সদর উপজেলার শিমলা চর এলাকায় যমুনা নদী থেকে নৌকাসহ তাদের আটক করা হয়। রোববার (১৪অক্টোবর ১৮ইং) সকালে তাদের পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত নৌ ডাকাতরা হল, হালিম (২৪), তুষার (২০), বেলাল (২৪), সোহাগ (২০), শাহাদত (২৫) ও রনি (২৪)। এদের মধ্যে গণধোলাইয়ে আহত রনি ও শাহাদতকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম। তিনি আরও জানান, শনিবার রাতে যমুনা নদীতে নৌকাযোগে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ওই ৬ নৌ ডাকাত। এলাকাবাসী ডাকাতদের উপস্থিতি টের পেয়ে তাদের ঘিরে ফেলে। এক পর্যায়ে তাদের আটক করে গণধোলাই দেয়া হয়। রোববার সকালে ওই ৬ ডাকাতকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages