![]() |
একুশে মিডিয়া, কুতুবদিয়া (কক্সাবাজার) প্রতিনিধি:
১০২ কোটি টাকার বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের কাজ অনতি বিলম্বে শুরু করে বঙ্গোপসাগরের নুনা পানি থেকে দ্বীপ-কুতুবদিয়া রক্ষার দাবি জানিয়েছে জলবায়ু ফোরামের নেতৃবৃন্দ। উপেজলা জলবায়ু ফোরামের সভাপতি ও কুতুবদিয়া সরকারি কলেজের অধ্যক্ষ নুরুচ্ছফার সভাপতিত্বে ২২ অক্টোবর সোমবার অনুষ্টিত সভায় এ দাবি জানানো হয়। ক্লাইমেট ফান্ড ট্রান্সপারেন্সি মেকানিজম (সিএফটিএম) প্রজেক্টের মনিটরিং অফিসার আবু কায়সার মুহাম্মদ মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় কোস্ট ট্রাস্ট্রের উপজেলা সদর সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি কুতুবদিয়া প্রেসক্লাবের সেক্রেটারি সাংবাদিক এম,হাছান কুতুবী, সেক্রেটারী নুরুন নাহার সোলতানা, কার্য নির্বাহি সদস্য নুরুল আবচার কুতুবী, মাস্টার নেচার আহমদ চৌধুরী, ফৈজুল আজিজ, ব্রজহরি দাশ, মাহবুবা আখতার এমইউপি, দিলশাদ আরজুম হেপি, শফিকুল ইসলাম, তহিদুল ইসলাম, তাওহিদা জন্নাত ও শরাবান তহুরা। সভায় জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে নির্মিত-নির্মাণাধিন সরকারি উন্নয়ন কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চায়নে ফোরাম নেতৃবৃন্দের সোস্যাল অডিট, জলবায়ুর প্রভাবে সবচেয়ে অধিক আক্রান্ত দ্বীপের উত্তর ধুরুং গ্রাম সরেজমিন পরিদর্শনসহ অনতি বিলম্বে বেড়িবাঁধের নির্মাণকাজ শুরু করার দাবিতে মানব বন্ধন করে সরকারের দৃষ্টি আকর্ষনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
No comments:
Post a Comment