একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:-
মোঃ শাহরিয়ার কবির আকন্দ
নিষেধাজ্ঞা অমান্য করে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে কারেন্ট জাল
ফেলে মাছ ধরার অপরাধে ২২ অক্টোবর সোমবার ৫ জেলের ৭ দিনের বিনাশ্রম এবং ১
কিশোর জেলের ৫শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক গাইবান্ধা
সদরের সহকারী কমিশনার (ভ‚মি) রওনক জাহান। //একুশে মিডিয়া//
সকাল থেকে
সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি
মা ইলিশ জব্দ করা হয়। ব্রহ্মপুত্র নদ থেকে বালাসীঘাটে নেমেই জব্দকৃত
কারেন্ট জালগুলো কেরোসিন ঢেলে পুরে ফেলা হয়। এছাড়া জব্দকৃত মা ইলিশগুলো
গাইবান্ধা শিশু সদনে বিতরণ করা হয়। আটককৃত জেলেরা হলেন, মোল্লারচরের
সিরাজুল হকের পুত্র শাহ আলম, কামারজানীর হযরত আলীর পুত্র রুহুল আমিন, কাশেম
আলীর পুত্র ইউসুফ আলী,কঞ্চিপাড়া ইউনিয়নের হযরত আলীর পুত্র নাজমুল হোসেন,
হযরত আলী এবং ঘোড়াঘাট উপজেলার কিশোর হাসানুল ইসলাম। গাইবান্ধা জেলা মৎস্য
কর্মকর্তা আব্দুস দাইয়ানের নির্দেশে এবং সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা
সঞ্জয় ব্যানার্জীর ব্যবস্থাপনায় এ অভিযানে পুলিশের এএসআই ছামছুল, তার
সহযোগি ৩ জন কনস্টেবলসহ উপজেলা মৎস্য অফিসের স্টাফরা দিনব্যাপী সহযোগিতা
করেন।//একুশে মিডিয়া//
No comments:
Post a Comment