![]() |
একুশে মিডিয়া, শিমুল দেব ফটিকছড়ি থেকে ফিরে:
ফটিকছড়ির নাজিরহাটে পুলিশের উপর হামলার চেস্টা। জেলার ফটিকছড়িতে আওয়াামী লীগ ও আঙ্গ সংগঠনের বিরোধের জের ধরে গৃহায়ণ ও গণপুর্তমন্ত্রী মোশাররফ হোসেনের উপস্থিতিতে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা পাল্টাপাল্টি শ্লোগান ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভা পণ্ড হয়ে গেছে।
এসময় দুগ্রুপকে থামাতে ব্যর্থ হয়ে সভাস্থল ছেড়ে দ্রুত চলে যান মন্ত্রী মোশাররফ হোসেন।
আজ বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে ফটিকছড়ি উপজেলার আজাদী বাজারে এ ঘটনা ঘটেছে। পরে সভারস্থল দখলে নিয়ে নেয় এক সময়ের উত্তর চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও উত্তর জেলা যুবলীগ নেতা তৈয়ব গ্রুপের সমর্থকরা।
এদিকে নাজিরহাট এলাকায় অনুষ্ঠিত অপর এক সভায় বিক্ষুব্ধ কর্মীরা সভার মঞ্চ ও প্যাণ্ডেলে ভাঙচুর করেছে।
জানা যায়, আজাদী বাজার ঈদগা মাঠে দুপুরে সভা চলাকালে মন্ত্রী মোশাররফ পৌছালে তৈয়বের অনুসারীদের তৈয়ব ভাই তৈয়ব ভাই শ্লোগান দিয়ে মঞ্চে উঠে হুড়ুহুড়ি শুরু করে। এ কারণে মন্ত্রী বক্তব্য না দিয়ে মঞ্চ ছেড়ে চলে যায়। এসময় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার একুশে মিডিয়াকে বলেন, আজাদী বাজারে সভায় কিছু উত্তেজনা কারণে মন্ত্রী মহোদয় সেখান থেকে চলে এসেছেন। তেমন কোন ব ঘটনা ঘটেনি। মন্ত্রী মহোদয় পরে নাজির হাটে দলীয় সভায় যোাগ দেন। ধর্মপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্মপুর ঈদগা ময়দানে সভার স্থল দখলে ছিল তৈয়ব গ্রুপের।
ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার একুশে মিডিয়াকে বলেন, আজাদী বাজারে সভায় কিছু উত্তেজনা কারণে মন্ত্রী মহোদয় সেখান থেকে চলে এসেছেন। তেমন কোন ব ঘটনা ঘটেনি। মন্ত্রী মহোদয় পরে নাজির হাটে দলীয় সভায় যোাগ দেন। ধর্মপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্মপুর ঈদগা ময়দানে সভার স্থল দখলে ছিল তৈয়ব গ্রুপের।
মঞ্চ ভাংচুর করেছে দলীয় কর্মীরা। ব্যাপক বিশৃংখলার কারণে উপজেলার আজাদী বাজারে বক্তব্য না দিয়ে মঞ্চ ত্যাগ করেন প্রধান অতিথি গৃহায়ন ও গনপুর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। মন্ত্রী সেখানে পৌঁছালে তৈয়বের অনুসারীদের তৈয়ব তৈয়ব শ্লোগান, আর মঞ্চে হুড়ুহুড়ির কারণে মন্ত্রী বক্তব্য না দিয়ে মঞ্চ ছেড়ে চলে যায়।
এদিকে নাজিরহাট ঝংকার মোড়েও সভামঞ্চ ভাংচুর করেছে দলীয় কর্মীরা। উপজেলা আওয়ামীলীগের অব্যাহতি প্রাপ্ত ৫ নেতার অনুসারীরা আগে থেকেই আজকের কর্মসুচী বানচাল করার ঘোষনা দেয়। উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে আজকে উপজেলার আজাদী বাজার থেকে হেয়াকোঁ পর্যন্ত পথ সভা ও কর্মী সমাবেশ কর্মসুচীর আয়োজন করে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment