দোহারে তিন মাদক ব্যবসায়ী মাদকসহ আটক-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 13 October 2018

দোহারে তিন মাদক ব্যবসায়ী মাদকসহ আটক-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
দোহার উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ১৭৮০ পুড়িয়া হিরোইন ও ত্রিশ পিছ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃত হলেন উপজেলার ইকরাশি গ্রামের মোহন বেপারীর ছেলে আরশেদ বেপারী(৪৭),দক্ষিন চর জয়পাড়া গ্রামের সেকান্দার বাদশার ছেলে মিলন হোসেন(৩০) ও ঝিনাইদা জেলার শৈলকুপা থানার ফাজিলপুর গ্রামের সামিউর রহমান সুজন(২৮)। পুলিশ সুত্র জানান,গত শুক্রবার রাত্র সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার ইকরাশি গ্রামের পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী স্বপন বেপারীর বাড়ির বসত ঘরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আরশেদ বেপারীকে আটক করা হয়।এ সময়ে তার দেহ তল্লাশী করে ১০২৫ পুড়িয়া হিরোইন ও ৩০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।অপরদিকে একই সময়ে উপজেলার দক্ষিন চর জয়পাড়া গ্রামের জৈনক আইয়ুব আলীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর পুলিশের তল্লাশী চলাকালে পুলিশের তালিকাভুক্ত ব্যবসায়ী মিলন হোসেন ও সামিউর রহমান সুজন নামে দুইজনকে আটক করা হয়।এ সময়ে তাদের দেহ তল্লাশী করে ৭৫৫ পুড়িয়া হিরোইন উদ্ধার করা হয়।পরে আটককৃত তিনজন মাদক ব্যবসায়ীর নামে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশোধন/০৪ এর ১৯(১) টেবিল ৯(খ) ধারায় মামলা রুজু করে গতকাল শনিবার আদালতে সোপর্দ করা হয়। এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন জানান,মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।গত পয়ত্রিশ কার্যদিবসে অর্ধশতাধিক পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। আশারাখি অচিরেই দোহারকে মাদকমুক্ত করতে সক্ষম হবো। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages