একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী পৌর সদরের দৈয়দ মাকেটে মঙ্গলবার বিকাল ২টায় বিশেষ ডাক্তারের চেম্বার উদ্বোধন করা হয়।
পরিচালক নজাংল ইসলাম চৌধুরীর সঞলনায় বাঁশখালী স্বাহ্য কমপ্লেক্সের ব্যবস্থপনা কমিটির সদস্য আব্দুল অদুদ লেদুর সভাপতিতে প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী স্বাহ্য কমপ্লেক্স এর সাবেক টি এইচ ডাঃ প্যারেসুল আলম বিশেষ অতিথি ছিলেন, বাঁশখালী কেমিষ্টের সভাপতি ছমুদুল হক, ফারিয়ার সম্পাদক মিছবাহুল হক. বাঁশখালী প্রেসক্লারের যুগ্ন সম্পাদক সাংবাদিক আব্দুল জব্বার। এসময় আরো উপস্থিত ছিলেন, হেলাল উদ্দীন, আনোয়ার, নারগিছ, রেজাউল, হেলাল উদ্দীন।
সভায় বক্তারা বলেন, দারিদ্র বিমোচনে বিশেষ ডাক্তারের চেম্বার দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment