একুশে মিডিয়া, এনামুল হক রাশেদী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
সরকারের
দেশব্যাপী নতুন ভোটারদের মাঝে অাইডি কার্ড বিতরন কর্মসুচী অাওতায় বাঁশখালী
উপজেলার শেখেরখীল ইউনিয়নে প্রায় ২ হাজার নতুন ভোটারদের মাঝে অাইডি কার্ড
বিতরন করা হয়েছে।
১৩ অক্টোবর, শনিবার সকাল ১০ টা থেকে
বিকাল ৫ টা পর্যন্ত শেখেরখীল ইউপি কার্যালয়ে প্রায় ২ হাজার নতুন ভোটারদের
মাঝে লেমেনেটিং অাইডি কার্ড বিতরন করেন শেখেরখীল ইউপি চেয়ারম্যান বিশিষ্ঠ
সমাজসেবক মোহাম্মদ এয়াছিন। নতুন ভোটাররা তাদের নতুন অাইডি কার্ড হাতে পেয়ে
জিবনে প্রথমবারের মত নাগরিক হিসাবে অাসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার
প্রয়োগ করতে পারবে, এজন্য অানন্দে অাত্বহারা।
এসময়
অারো উপস্থিত ছিলেন, ইউপি মেম্বারদের মধ্যে দেলোয়ার হোসেন, মোহাঃ জাকের
উল্লাহ, মোহাঃ জকরিয়া চৌধুরী রুবেল, দিলিপ কান্তি দেব, মাসুদুর রহমান, মাওঃ
অাব্দুল খালেক, মৌলভী ইউনুচ, মোহাঃ অালম, রেনু অারা বেগম, মোর্শেদা বেগম,
শিরিন অাক্তার প্রমুখ।
No comments:
Post a Comment