![]() |
একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ ৮ জনকে আটক করেছে পুলিশ এবং র্যাব। শনিবার (২৭ অক্টোবর) তাদের বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আটককৃতরা হলো: কাভার্ডভ্যান ভর্তি ৩০ কেজি গাঁজাসহ চিওড়া ইউনিয়নের সাহেবনগরের অহিদ মিয়ার ছেলে তোয়ান, গুণবতী ইউনিয়নের রামপুরের মফিজুর রহমানের ছেলে শহিদুল ইসলাম বাদশা, ৫৫ পিস ইয়াবাসহ ঘোলপাশা ইউনিয়নের ঈশানচন্দ্র নগরের অহিদ মিয়ার ছেলে খোকন মিয়া, জুয়াড়ি চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে মিজানুর রহমান, মুন্সিরহাট ইউনিয়নের মিতল্লার হাসান আলীর ছেলে মাহফুজ, বাংপাইয়ের মৃত আবু সাঈদের ছেলে শাহিন আলম, মুরাদনগর বাখরাবাদের দ্বীন ইসলামের ছেলে শাহ আলম ও ফেনীর মতিয়ারার হাশেমের ছেলে মামুন।
তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার এসআই সুজয় কুমার ও এএসআই ইনজামাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে মহাসড়কের বাবুর্চি এলাকায় একটি কাভার্ডভ্যানে ভর্তি করা ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী তোয়ান ও বাদশাকে আটক করা হয়। এছাড়া র্যাব-১১ এর সদস্যরা ঈশানচন্দ্র নগরে খোকন মিয়ার বসতঘর থেকে ৫৫ পিস ইয়াবাসহ তাকে আটক করে। এর আগে পৌর এলাকার লক্ষীপুর গ্রামের জনৈক নাসির উদ্দিনের বসতঘরের পাশে জুয়া খেলার সময় পাঁচ জুয়াড়িকে আটক করা হয়।
No comments:
Post a Comment