বাঁশখালীতে ক্ষুদ্রঋণের উপকারভোগীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 25 October 2018

বাঁশখালীতে ক্ষুদ্রঋণের উপকারভোগীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ-একুশে মিডিয়া

বাঁশখালীতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন করছেন সমাজসেবা  অধিদফতর, চট্টগ্রাম এর উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। ছবি: একুশে মিডিয়া।

একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
বাঁশখালী উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে সুদমুক্ত ক্ষুদ্রঋণের উপকারভোগীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন সমাজসেবা অধিদফতর, চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। স্বাগত বক্তব্যে উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর বলেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) প্রথম লক্ষ্য হচ্ছে সর্বত্র সব ধরণের দারিদ্র নির্মূল করা।
এ লক্ষ্য অর্জনে বাঁশখালী উপজেলা সমাজসেবা অফিস উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ৭৩টি প্রকল্প গ্রামে ৩ কোটি টাকা ১২০০ জন উপকারভোগীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্রঋণ হিসেবে বিনিয়োগ ও পুনঃবিনিয়োগ করেছে। তিনি বলেন সমাজসেবা অধিদফতরের ক্ষুদ্রঋণ জামানতবিহীন ও সুদমুক্ত। প্রধান অতিথি বক্তব্যে সমাজসেবা অধিদফতর,চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন বর্তমান সরকার দারিদ্র বিমোচনে দৃঢ়প্রতিজ্ঞ। এর অংশ হিসেবে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ক্ষুদ্রঋণ খাতে প্রতিবছর অর্থায়ন বৃদ্ধি করছে এবং ক্ষুদ্রঋণ গ্রহীতাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। তিনি এ সুযোগ যথাযত ভাবে কাজে লাগানোর আহবান জানান। বিশেষ অতিথি বক্তব্যে সমাজসেবা অধিদফতর,চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহিদুল আলম বলেন প্রশিক্ষণলব্দ জ্ঞান সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ক্ষুদ্রঋণ গ্রহীতাদের স্বাবলম্বী হতে হবে। প্রশিক্ষণে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমে নিয়োজিত মাঠকর্মী, গ্রাম কমিটির সভাপতি ও কর্মদলের ৩০ জন সদস্য অংশ গ্রহণ করছে।

1 comment:

  1. সুযোগ কাজে লাগান সবাই।

    ReplyDelete

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages