লাকসামে পুকুরের পানিতে ডুবে একই বাড়ীর ২ শিশুর মৃত্যু-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 3 October 2018

লাকসামে পুকুরের পানিতে ডুবে একই বাড়ীর ২ শিশুর মৃত্যু-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, এম এ হাসান,কুমিল্লা:
কুমিল্লার লাকসামে পুকুরের পানিতে ডুবে মাহি উদ্দিন (৮) ও মোহাম্মদ মোহন (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তরদা ইউনিয়নের আতাকরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহি ওই গ্রামের মিয়াজি বাড়ির ফয়েজ আহমেদের ছেলে এবং মোহন একই বাড়ির সাফায়েত উল্লার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার উত্তরদা ইউনিয়নের আতাকরা গ্রামের মিয়াজি বাড়ির পুকুরের ঘাটলার মধ্যে খেলা করছিল শিশু মাহি উদ্দিন ও মোহাম্মদ মোহন। এ সময় খেলার ছলে মোহন পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এর এক পর্যায়ে মাহি মোহনকে বাঁচাতে গেলে সেও পানিতে ডুবে যায়। এর কিছুক্ষণ পরেই পুকুরের পানিতে ওই দুই শিশুর দেহ ভেসে উঠে। পরে বাড়ির লোকজন দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই গ্রামের বাসিন্দা সমাজসেবক খোরশেদ আলম চৌধুরী বলেন, ওই দুই শিশুর অকাল মৃত্যুতে আমাদের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages