একুশে মিডিয়া, এনামুল হক রাশেদী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
সরকারের দেশব্যাপী নতুন ভোটারদের মাঝে অাইডি কার্ড বিতরন কর্মসুচী অাওতায় বাঁশখালী পৌরসভায় প্রায় ৩ হাজার নতুন ভোটারদের মাঝে অাইডি কার্ড বিতরন করলেন বাঁশখালী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী।
১৬ অক্টোবর, মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলার পৌরসভা কার্যালয়ে প্রায় ৩ হাজার নতুন ভোটারদের মাঝে লেমেনেটিং অাইডি কার্ড বিতরন করেন বাঁশখালী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী। নতুন ভোটাররা তাদের নতুন অাইডি কার্ড হাতে পেয়ে জিবনে প্রথমবারের মত নাগরিক হিসাবে অাসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এজন্য অানন্দে অাত্বহারা।
এসময় অারো উপস্থিত ছিলেন, বাঁশখালী পৌরসভার প্যানেল মেয়র মোহাঃ দেলোয়ার হোসেন, প্যানেল মেয়র-২ মোহাম্মদ হারুন, মহিলা কাউন্সিলর রোজিয়া সুলতানা রোজি, নার্গিস অাক্তার, রোজি অাক্তার, কাউন্সিলর জমশেদ অালম, তপন কুমার, অাব্দুর রহমান, দিলিপ চক্রবর্তী, নজরুল কবীর সিকদার, বাবলা কুমার দাশ প্রমুখঃ।
এছাড়া নতুন ভোটার অাইডি কার্ড বিতরনের সময় পৌর কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment