নড়াইলে পরিত্যক্ত অবস্থায় মূল্যবান দ্রব্য উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিলেন সহকারি পুলিশ সুপার-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 21 October 2018

নড়াইলে পরিত্যক্ত অবস্থায় মূল্যবান দ্রব্য উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিলেন সহকারি পুলিশ সুপার-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
রবিবার (২১ অক্টোবর, ২০১৮ ইং), ২৭৪: নড়াইলে পুলিশের নিয়মিত অভিযান চলকালে গত ১৮ অক্টোবর নড়াইলের সদর উপজেলার দলিজিৎপুর গ্রামে পরিত্যক্ত একটি ঘরে একটি ব্যাগের ভেতরে ৬ ভরি স্বর্ণালঙ্কার, একটি ল্যাপটপ, ২টি পাসপোর্ট ও দুইটি জাতীয় পরিচয় পত্র খুঁজে পায় নড়াইল জেলা পুলিশ।
বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, পরে উক্ত দ্রব্যসামগ্রীর মালিককে না পেয়ে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধানের মাধ্যমে তাদের খুঁজে বের করেন নড়াইলের সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান। জানা গেছে, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম সরকারি কাজে নড়াইলের বাইরে অবস্থান করায় পুলিশ সুপারের নিজস্ব কার্যালয়ে নড়াইলের সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান নিজ হাতে ওই দ্রব্যসামগ্রীর প্রকৃত মালিককে খুঁজে বের করে তার হাতে হস্তান্তর করেন।
এ সময় ওই দ্রব্যসামগ্রীর মালিক নড়াইলের সদর উপজেলাধীন দলজিৎপুর গ্রামের বাসিন্দা মৃত আইয়ুব সিকদারের স্ত্রী মিসেস ছায়রা বেগম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, নড়াইল জেলা পুলিশের প্রত্যেকটি কর্মকর্তা যেমন প্রশাসনিক কাজে নিবেদিত প্রাণ তেমনি সৎ ও বটে। যার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন নড়াইলের সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান। তিনি আরও বলেন, আমি তো এক পর্যায়ে এ সকল দ্রব্যসামগ্রীর আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু মেহেদী স্যারের সততার কারণে আমি আমি আমার হারানো সম্পদ ফিরে পেয়েছি।
এ প্রসঙ্গে নড়াইলের সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান বলেন, পুলিশের প্রতি মানুষের যে সকল ভ্রান্ত ধারণাগুলো রয়েছে আমরা শুধু সেগুলো দূরীভূত করার চেষ্টা করছি মাত্র। আমরা জনগণের সেবক। জনগণের রক্ষক হয়ে ভক্ষকের ন্যায় আচরণেল শিক্ষা বাংলাদেশ পুলিশ বাহিনী আমাদের দেয়নি। পরবর্তীতে এ ধরনের সততার নজির স্থাপনের সুযোগ পেলে তিনি পিছপা হবেন না বলেও জানান।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages