নড়াইলে গৃহবধূকে কুপিয়ে খুন!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 30 October 2018

নড়াইলে গৃহবধূকে কুপিয়ে খুন!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
আজ- মঙ্গলবার (৩০,অক্টোবর) ২৭৪: নড়াইলের এক পল্লীতে আঙ্গুরী বেগম (৫৫) নামে এক গৃহবধূ রহস্য জনকভাবে খুন হয়েছে। একুশে মিডিয়াকে জানান, মঙ্গলবার সকালে নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের চাপুলিয়া গ্রামের নিজ বাড়িতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে নির্বিঘেœ পালিয়ে যায়।
ঘটনাস্থলে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা নিহতের পুত্রবধূ তানজিলা বেগমকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও হত্যাকান্ডের কোন কারণ জানা যায়নি।
নিহতের স্বামী সবুর খান একুশে মিডিয়াকে জানান, ওইদিন সকাল সাড়ে ৭টার দিকে তিনি পার্শ্ববর্তী নড়াইলের বারইপাড়া রাজারে যান। বাজার থেকে ফিরে তিনি তানজিলাকে বারান্দায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং পরক্ষনেই ঘরের মেঝেতে তার স্ত্রী আঙ্গুরী বেগমের রক্তাক্ত লাশ দেখতে পান। নড়াইলের কালিয়া থানা পুলিশ এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আঙ্গুরী বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল মর্গে প্রেরণ করে।
অপরদিকে তানজিলাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
নড়াইলের কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ শমশের আলী একুশে মিডিয়াকে জানান, এ ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। নিহতের পুত্রবধূ তানজিলার জ্ঞান ফিরলে এ হত্যাকান্ডের কারণ ও খুনিদের পরিচয় জানা যেতে পারে। তবে সংঘটিত ঘটনাটির কারণ ও খুনিদের সনাক্তের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages