ভোলা'র বোরহানউদ্দিনে ৫০ গ্রাম গাঁজা সহ আটক (১) যুবক-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 13 October 2018

ভোলা'র বোরহানউদ্দিনে ৫০ গ্রাম গাঁজা সহ আটক (১) যুবক-একুশে মিডিয়া


এম.এ হাসনাইন হাওলাদার,বোরহানউদ্দিন (ভোলা) থেকে:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু থেকে ৫০ গ্রাম গাঁজা সহ রাজিব (১৮) নামের এক যুবক কে আটক করেছে পুলিশ। আটক মো: রাজিব হাসান নগর (৭) নং ওয়ার্ড'র কাজিরহাট বাজারের মাছ ব্যাপারী মো: জাহাঙ্গীর'র ছোট ছেলে।
সূত্র, গত কাল শুক্র বার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাকালু পুলিশ তদন্ত কেন্দ্রের ও আই সি মো.ফোরকান হাওলাদারের নেতৃত্বে এস আই মো.জলিল, এ এস আই মো.সোহেল রানা ও কনেস্টেবল মো.সাদ্দাম সিকদার সহ এ পুলশ টিম মির্জাকালু কাজিরহাট বাজারে অভিযান চালায়। অভিযান চলা কালে বাজারের দক্ষিণ মাথা থেকে পুলিশ সন্দেহ জনক মো: রাজিব কে আটক করে তল্লাশি চালালে তার কাছে (৫০) গ্রাম গাঁজা পাওয়া যায়।
পরে তাকে এরেস্ট করে মির্জাকালু পুলিশ পাড়ি'তে নিয়ে যায়। পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বে থাকা ও আই সি মো.ফোরকান হাওলাদার আটকের ঘটনা নিশ্চিত করে বলেন, আটক মো: রাজিব কে রাত্রে'ই বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হবে এবং রাজিবের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা সহ তার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হবে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages