একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ২ সন্তানের পিতা এক মানসিক রোগি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন।চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত সাংবাদিক ফকরুউদ্দিন এর দেওয়া তথ্য জানা যায় যে উপজেলার ৫নং শুভপুর ইউনিয়নের কট পাড়ায় মঙ্গলবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে চারটার সময় মো. আব্দুর রশিদ (৫৫) নামে এক মানসিক রোগী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুর রশিদ মো. ইয়াসিনের পুত্র। নিহতের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। এবিষয়ে নিশ্চিত হতে আমাদের প্রতিনিধি আলাপ করেন চৌদ্দগ্রাম থানায়, কর্তব্যরত অফিসার এসআই সালাম মুঠোফোনে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং লাশের সুরতহাল রিপোর্টের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment