একুশে মিডিয়া, মোঃ আরিয়ান আরিফ ভোলা থেকে:
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল ২নং ওয়ার্ডে
রিক্তা বেগম (২২) নামের এক গৃহবধূকে গরম দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে
ছ্যাঁকা দিয়ে নির্যাতন করেছেন স্বামী। শুক্রবার (১২ অক্টোবর) মুমূর্ষু
অবস্থায় গৃহবধূ রিক্তা বেগম (২২) কে চরফ্যাসন সদর হাসপাতালে ভর্তি করা
হয়েছে।
এ ঘটনায় গৃহবধূর স্বামী জামাল কে আটক করা হয়েছে বলে নিশ্চিত
করেছেন দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, দাম্পত্য কলহের জের ধরে মঙ্গলবার (৯
অক্টোবর) বিকাল ৩টায় স্বামী মোঃ জামাল গরম দা দিয়ে রিক্তা বেগম (২২) এর
হাতে, মুখে ও শরিরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয়।
ঘটনা শুনে নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার
শুক্রবার ঘটনাস্থলে এসে দুলারহাট থানা পুলিশ কে খবর দেন, এরপর পুলিশ রিক্তা
বেগম (২২) কে উদ্ধার করে চরফ্যাশন সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন
করেন।
জানা যায়, ইসলামী শরীয়াহ মোতাবেক চরফ্যাশন উপজেলার আমিনাবাদ
ইউনিয়নের হোসেনের মেয়ে রিক্তা বেগমের সাথে একই উপজেলার দুলারহাট থানার
নীলকমল ইউনিয়নের আঃ হানিফ এর ছেলে জামাল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
বিবাহের পর থেকে প্রায় রিক্তা বেগমকে মারধর ও নির্যাতন করে আসছে।
থানা সূত্র জানান, দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি)
মিজানুর রহমান পাটওয়ারী নেতৃত্বে ওসি তদন্ত নওশের আলী, এস আই সাদ্দাম, এস
আই সিদ্দিক, এ.এস আই শহিদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নির্যাতিত গৃহবধুর স্বামী
জামাল কে আটক করেন।
এ প্রসঙ্গে দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর
রহমান পাটোয়ারী বলেন, আমরা আহত রিক্তা বেগমের স্বামী জামাল কে আটক করেছি
এবং মামলার প্রস্তুতি চলছে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment