একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
বহুল আলোচিত ২১ আগষ্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা পৃথক দুটি মামলার রায় উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সমাবেশ করেছে। এ লক্ষ্যে বুধবার সকাল থেকেই আওয়ামীলীগের নেতাকার্মীরা টাউনহল মাঠে জমায়েত হয়। দুপুর বারোটার দিকে রায় ঘোষণার খবর পাওয়ার পর পরই সমাবেশ করে।
জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুসের পরিচালনায় এ সভা হয়। সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সহ সভাপতি এডভোকেট কবির উদ্দিন ভুইয়া, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক অধ্যাপক আমীর আহাম্মদ চৌধুরী রতন, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, শওকত জাহান মুকুল, আহাম্মদ আলী আকন্দ, ডাঃ মুমিনুর রহমান জিন্নাহ, দীন ইসলাম ফখরুল, মোস্তাফিজুর রহমান ভাসানী, দুলাল উদ্দিন দুলাল, কৃষিবিদ নজরুল ইসলাম, রেজাউল হাসান বাবু, ফিরোজ আহম্মেদ, শওকত ওসমান লিটন, এডভোকেট নুরুজ্জামান খোকন, আব্দুর রহিম মিন্টু, গোলাম মোস্তফা বাবুল, শাহিনুর রহমান, রকিবুল ইসলাম রাকিব, আব্দুল্লাহ্ আল মামুন আরিফ, তানভীর জোবায়ের তারিন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা বলেন, তিনটি হত্যাকান্ড বাংলাদেশকে কলংকিত করেছে। সেই তিনটি হত্যাকান্ড হলো ১৫ আগষ্ট, ৩রা নভেম্বর এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলা। এর আগে দুটি হত্যাকান্ডের বিচার হয়েছে, আজ এ রায়ের মাধ্যমে জাতি কলংকমুক্ত হলো। সারাদেশের মানুষ চায় ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় দুর্নীতির বড়পুত্র তারেক জিয়ার ফাসি হউক।
এ রায়ে দলীয়ভাবে তিনি সন্তুষ্টি প্রকাশ করলেও তারেক জিয়ার ফাসি না হওয়ায় দ্বিমত পোষণ করে আপিলের মাধ্যমে তারেক জিয়ার ফাসির দাবীতে সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, এ মামলায় তারেক জিয়ার ফাসির লক্ষ্যে আপিল করতে সরকারের কাছে দলীয়ভাবে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ প্রস্তাবনা পাঠাবেন। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment