লেখক: মোঃইব্রহীম ফরায়েজী
অপরিচিত মানুষ
কিছু মানুষের সাথে হাঠাৎ পরিচয় হয় আবার হাঠাৎ বাংঙে যায়
এই অপরিচিত মানুষ গুলো হয়তো কোন একসময় খুব কাছে চলে আসে যা অনুভব করা যায় না।
আবার কোন এক সময় তারা এতটা দুরে চলে যায় যে কাছে ডাকবার মত পরিশ্রুতি থাকে না।
তখন অযথাই কষ্ট পেতে তাকে ভেবে
সোহেল "
জীবনের কোন এক সময় অপরিচিত একজন মেয়ের সাথে পরিচত হয়
দিকে দিকে তার সাথে কথা বারতে থাকে মিশতে থাকি দুজন
কাটতেছে সময় খুব ভালোই কাটছে সময় ।
মেয়েটার সাথে মিশতে মিশতে মেয়েটাকে খুব আপন করে নিয়ে ছিলাম
বুঝতেই পারিনি তাকে কতটা ভালোবাসে ফেলেছি।
কি ভাবে তাকে ভালোবাসি বলবো সেটই ভাবছি কিন্ত
যখনি বলার কথা ভাবছিলাম তখনি সে আমার কাছ থেকে কেটে পরতে সুরু করলে।
কারন সে হয়তো আমার চেয়ে ভালো অন্য একজন কে পেয়ে গেছে।
তাই হয়তো সে আমার থেকে সরে পরছে।
আর কষ্ট পেতে সুরু করলাম আমি বুঝতে পারলাম তাকে ভালোবসি না বল্লেও অনেক ভালোবেসে ফেলেছি ।
তখন এটা ভেবেনিলাম হয়তো ভুলের সাস্থি পাইতেছি হয়তো।
কারন তাকে তো কখনো ভালোবাসি বলিনি তাহলে এই কষ্টাটা সুদু আমার
বুঝতে পারছি জীবনের বেচে থাকতে হলে হাজার মানুষের সাথে দেখা হবে পরিচয় হবে ভেবে নিতে হবে সকলেই চলন্ত ট্রেনের যাএি।
কেউ কারো নয় এটাই বস্তবতা।
No comments:
Post a Comment