একুশে মিডিয়া, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ধোবাউড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় এবং শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নের কালিনগর গ্রামে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ ১০ হাজার টাকা তুলে দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, হালুয়াঘাট উপজেলা বিএনপি'র অন্যতম যুগ্ম আহব্বায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ধোবাউড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সালমান ওমর রুবেল।
বিকেল ধোবাউড়া মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে শারীরিক প্রতিবন্ধী ১৭ জন ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সালমান ওমর রুবেল বলেন, আমি দীর্ঘদিন যাবত গরীব অসহায় দুস্থদের সুখে দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করি। হালুয়াঘাট ও ধোবাউড়ায় প্রতিবছর আমি চক্ষু ক্যাম্প করে থাকি শুধু তাই নয় শীত বস্ত্র বিতরণ ও বন্যার্তদের পাশে দাঁড়ানো সহ নানা সামাজিক কর্মকান্ডে আমি নিজেকে সক্রিয় রাখার চেষ্টা করি। এ সময় উনার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ শহীদ আকন্দ, কছিম উদ্দিন চেয়ারম্যান, মেজবাহউদ্দিন মামুন চেয়ারম্যান, আজিজুল হক, আবুল ফজল, বুলবুল তালুকদার, কবিরুল ইসলাম, শাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম খান, মাসুদ সরকার, আনোয়ার মন্ডল, শহিদুল, ফকির, আল-আমিন সোহাগ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ
No comments:
Post a Comment