একুশে মিডিয়া, সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
মাদক বিরোধী অভিযানে জয়পুরহাটের পাঁচবিবিতে ৫৮ বোতল ফেন্সিডিল সহ ৬ জনকে
আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ। শনিবার সকালে বালিঘাটা ইউপির খাসবাগুড়ী
গ্রাম হইতে ৪৮ বোতল ফ্রেন্সিডিল সহ মোঃ আমিনুল ইসলাম (৫১) পিতা-মৃত আবুল
কাশেম সাং-বালিঘাটা বাজার (মহাজের কলোনী), বর্তমান সাং-খাসবাগুড়ী,মোঃ
রফিকুল ইসলাম (২৯) পিতা-মৃত নফির উদ্দীন,মোঃ শামীম বাবু (২৪) পিতা-মৃত
আব্দুল জব্বার,মোঃ হাফিজুল ইসলাম (৩০) পিতা-মোঃ উকিল হোসেন,মোঃ সাবু মিয়া
(২৫) পিতা-মোঃ জাহিদুল ইসলাম সর্ব সাং-পাড়ইল, থানা-পাঁচবিবি,
জেলা-জয়পুরহাটদের আটক করেন।
অপর
অভিযানে ধরঞ্জী ইউপির চকশিমুলিয়া গ্রাম হইতে শনিবার সন্ধ্যায় ১০ বোতল
ফেন্সিডিল সহ মোঃ নাসির উদ্দিন (৫২) পিতা-মৃত আব্দুল আজিজ মন্ডল,
সাং-চকশিমুলিয়া, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে আটক করা হয়। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment