![]() |
একুশে মিডিয়া, উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
আজ-রবিবার (২১,অক্টোবর){২৭৪}: নড়াইলের চেয়ারম্যান পলাশ হত্যা প্রকৃত আসামীদের চিহ্নিত এবং নিরপরাধ ব্যক্তিদের নাম বাদ দেওয়ায় চার্জশীট প্রদান নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএমকে বিভন্ন মহলের ধন্যবাদ জানিয়েছে
নড়াইলের দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ হত্যা মামলার চার্জশীট গত (১৮ অক্টোবর) লোহাগড়া আমলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন, মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম। দাখিলকৃত অভিযোগপত্রে ৮ জন আসামীকে দোষী সাব্যস্থ করা হয়েছে। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, উল্লেখ্য, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ চত্বরে চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ১৫ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, মোবাইল কল লিষ্টের সুত্রধরে ট্রাকিং ও উন্নত প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম থেকে অভিযুক্ত গোলাম কিবরিয়া, আল-আমিন ও রোমানকে গ্রেফতার করা হয় । পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবান বন্ধি প্রদান করেন। মামলায় অধিকত্বর তদন্ত শেষে হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত আসামীদের নামে আদালতে অভিযোগপত্র (চার্জশীট ) প্রদান করা হয়েছে । আসামীরা হলো গোলাম কিবরিয়া, আল- আমিন, শান্ত , রোমান, শেখ মাসুদুজ্জামান, আবুল খায়ের, বনি ও ,কোটো শেখ। এর মধ্যে শান্ত পলাতক রয়েছে ।
এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শিকদার আজাদ রহমান জানান, পলাশ হত্যার সাথে সরাসরি জড়িত আদালতে স্বীকার করা শুধুমাত্র ৪ জনের নামেই চার্জশীট দিলে ভালো হত। সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুনসহ বিভিন্ন শ্রেনী- পেশার মানুষ বলেন, প্রকৃত আসামীদের চিহ্নিত এবং নিরপরাধ ব্যক্তিদের নাম বাদ দেওয়ায় পুলিশ প্রশাসন ও তদন্তকারী কর্মকর্তাকে ধন্যবাদ জানান।
থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, বলেন, পুলিশ সবসময় সত্য উদঘাটনে সচেষ্ট, ডিজিটাল প্রযুক্তি ও উন্নত ডিভাইস ব্যবহার করে পলাশ হত্যা ঘটনায় জড়িত প্রকৃত আসামীদের সনাক্ত করে চার্জশীট প্রদান করা হয়েছে।
No comments:
Post a Comment