প্রতীকী ছবি। |
একুশে মিডিয়া, আল আমিন মুন্সী:
নরসিংদীর পলাশে সাদেক মিয়া (৩৫) নামে এক আটোরিকশা চালকের হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পলাশ থানা পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সাদেক মিয়া নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জের তারাইল গ্রামের শহিদ উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার রাতে আটোরিকশাসহ সাদেক মিয়া নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে এলাকায় মাইকিং ও পোষ্টার করে নিখোঁজ সাদেকের সন্ধান চায়।
ঘটনার তিন দিন পর শুক্রবার বিকেলে ডাঙ্গার কাজৈর গ্রামের এক পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে নিখোঁজ হওয়া ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করলে পরিবারের লোকজন লাশটি সাদেকের বলে চিহ্নিত করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আটোরিকশাটি ছিনাইয়ের উদ্দেশ্যে এক বা একাধিক ব্যক্তি তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
এ ব্যাপারে নিহতের বড় ভাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment