বাঁশখালীতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে সোয়া ১৩ কোটি টাকা ভাতা প্রদান-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 18 October 2018

বাঁশখালীতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে সোয়া ১৩ কোটি টাকা ভাতা প্রদান-একুশে মিডিয়া

বাঁশখালীতে ভাতা বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ১৬৯৪৩ জন উপকারভোগীর মাঝে গতকাল ভাতার অর্থ বিতরণ করা হয়।
এ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক, বাঁশখালী শাখা চত্বরে এক অনুষ্ঠানের আযোজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার। স্বাগত বক্তব্যে উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর তিনি বলেন ২০১৭-২০১৮ অর্থ বছরে ১১১৯৩ জনকে বয়স্কভাতা, ৩২৮০ জনকে বিধবা ভাতা ২২৯০ জনকে প্রতিবন্ধীর ভাতা এবং ১৭১ জন বীর মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদান করা হয়েছে।
টাকা অংকে যার পরিমাণ ১৩ কোটি ১৪ হাজার টাকা। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার বলেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুফল এখন দেশের প্রান্তিক জনগোষ্ঠী পাচ্ছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষি ব্যাংকের ম্যানেজার কৃষ্ণ কান্ত ভট্টাচার্য্য, নিল্পী প্রভা দত্ত ও মুহাম্মদ দেলোয়ার হোছাইন প্রমুখ। অনুষ্ঠানের শেষে ভাতাভোগীদের নিকট নগত অর্থ তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages